| ক্রমিক নং. | কর্মসূচি | বিবরণ | সময়কাল | 
| ০১ | নৈতিকতা দিবস উদ্যাপন | প্রতিবছর ২৫ জানুয়ারি এথিক্স ডে (নৈতিকতা দিবস) হিসেবে উদ্যাপন করা। এই দিন এথিক্স ক্লাবের সদস্যরা দেশের সব মানুষকে মিথ্যা কথা পরিহারসহ অসৎ চিন্তা ও কাজ থেকে নিজেকে বিরত রাখতে সর্বাত্মক সচেষ্ট থাকার আহ্বান জানাবে। তারা শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নীতি-নৈতিকতা, সততা, সহিষ্ণুতা, পরচর্চা থেকে দূরে থাকা, মানবিক মূল্যবোধ, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ, মাদক বিষয়ে সচেতনতা, অসাম্প্রদায়িকতা, আর্তমানবতা ও দেশের উন্নয়ন বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবে। | জানুয়ারি | 
| ০২ | পুরস্কার বিতরণ অনুষ্ঠান | তারা আর্দশ শিক্ষক ও সেরা ছাত্র সম্মাননা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পর্কিত প্রবন্ধ এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। | জানুয়ারি | 
| ০৩ | হাতেখড়ি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন | দেশ ও মানবপ্রেমমূলক চলচ্চিত্র, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, হাতেখড়ি, গান, নাটক, চিত্রকলা, আলোকচিত্র ইত্যাদি অনুষ্ঠানের প্রকাশনা ও প্রদর্শনীর আয়োজন করবে। | ফেব্রুয়ারি এবং মার্চ | 
| ০৪ | বই সংগ্রহ অভিযান | বই সংগ্রহ অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা কমিটি বইমেলা ও বিভিন্ন অনুষ্ঠান থেকে বই সংগ্রহ করবে। সংগঠনের শাখাসমূহ নিজ এলাকা থেকে পুরোনো বই সংগ্রহ করবে। গ্রন্থাগার স্থাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় দিবসসমূহে বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচি গ্রহণ করবে। | ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বর | 
| ০৫ | শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে প্রবুদ্ধকরণ | শিক্ষার্থীদের দেশপ্রেমে প্রবুদ্ধ করার জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস যথাযথভাবে পালন; দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কেন্দ্রীয় উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের জন্য কর্মশালা আয়োজন করবে। | ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বর | 
| ০৬ | মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সেবা সপ্তাহ উদ্যাপন | শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা সপ্তাহ উদ্যাপন করা হবে। এর মাধ্যমে নীতি-নৈতিকতা, সততা, সহিষ্ণুতা, পরচর্চা না করা, মানবিক মূল্যবোধ, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ, মাদকসচেতনতা, অসাম্প্রদায়িকতা, আর্তমানবতা, দেশের উন্নয়ন ইত্যাদি বিষয়ে কর্মসূচি গ্রহণ করা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দেশবরেণ্য মানুষদের উপস্থিত করে তাঁদের জীবনচিত্র উপস্থাপন করবে। | এপ্রিল থেকে জুলাই | 
| ০৭ | স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা আয়োজন | কেন্দ্র ও শাখাসমূহ সুস্বাস্থ্যের অধিকারী আগামী প্রজন্ম নির্মাণের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা আয়োজন করবে। | সারা বছর | 
| ০৮ | গণসচেতনতা সৃষ্টি | জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সভা-সমাবেশ, শোভাযাত্রা ও বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করবে। | এপ্রিল থেকে জুন | 
| ০৯ | সৎ ও যোগ্য জাতীয় নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ | আজকের তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্য জাতীয় নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপের আয়োজন করবে। | জুন | 
| ১০ | জনকল্যাণে অংশীদার হিসেবে কাজ করা | জনকল্যাণে অংশীদার হিসেবে কাজ করা এবং সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে নৈতিক ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ চর্চার লক্ষ্যে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। | জুলাই এবং আগস্ট | 
| ১১ | গবেষণাধর্মী কাজের উদ্যোগ গ্রহণ এবং প্রতিবেদন প্রকাশ | গবেষণাধর্মী কাজের উদ্যোগ গ্রহণ এবং গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে। | সারা বছর | 
| ১২ | খাদ্যে ভেজালবিরোধী দিবস উদ্যাপন | খাদ্যে ভেজালবিরোধী জনমত গঠনের লক্ষ্যে ভেজালবিরোধী দিবস উদ্যাপন করবে। | সারা বছর | 
| ১৩ | সাময়িকপত্র প্রকাশ করা | শাখা সংসদ, জেলা সংসদ ও কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সাময়িকপত্র ও ত্রৈমাসিক এথিক্স জার্নাল প্রকাশ করবে। সাময়িকপত্রে কীর্তিমান শুদ্ধ মানুষদের গড়ে ওঠার বৃত্তান্ত স্থান পাবে। | অক্টোবর | 
| ১৪ | নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি | ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য নিজেদের সচেতন করা, সংশ্লিষ্ট বিভাগকে সহযোগিতা দেওয়া এবং পথচারীদের সচেতন করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। | জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর | 
| ১৫ | গোলটেবিল আলোচনা ও স্মারকলিপি পেশ | বাংলাদেশের সব স্তরের সব শ্রেণির পাঠ্যসূচিতে শ্রেয় মূল্যবোধসম্পন্ন মানুষ নির্মাণের সহায়ক ও ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় বাধ্যতামূলক পাঠ্যবিষয় অন্তর্ভুক্ত করার দাবি উপস্থাপন করবে, এ বিষয়ে জনমত সংগঠিত করবে এবং এ সংক্রান্ত যেকেনো উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে। | ডিসেম্বর | 
| ১৬ | দুর্যোগ মোকাবেলা | জাতীয় দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়াবে। | ডিসেম্বর | 
| ১৭ | অনৈতিক কাজের তাৎক্ষণিক প্রতিবাদ করা | সামর্থ্য অনুযায়ী সব অনৈতিক কাজের তাৎক্ষণিক প্রতিবাদ করবে। | ডিসেম্বর | 
| ১৮ | সাক্ষরতা অভিযান | এথিকস ক্লাবের প্রত্যেক সদস্যকে নিজ গৃহে নিযুক্ত গৃহশ্রমিককে অথবা নিকটস্থ অন্তত একজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করে তোলা এবং সম্ভব হলে প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করবে। | দুর্যোগের সময় | 
| ১৯ | পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি | এথিকস ক্লাবের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। | সারা বছর | 
| ২০ | উচ্চতর শিক্ষা ও কর্মময় ভবিষ্যৎ নির্মাণে সহায়ক কর্মসূচি গ্রহণ | এথিকস ক্লাবের সদস্যবৃন্দের উচ্চতর শিক্ষা ও কর্মময় ভবিষ্যৎ নির্মাণে সহায়ক কর্মসূচি গ্রহণ করবে। সঠিকভাবে জীবনবৃত্তান্ত লেখা, ক্যারিয়ার কাউন্সেলিং ও মৌখিক পরীক্ষার সহায়ক কর্মশালার আয়োজন করবে। কর্মসংস্থান ও আয়ের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করবে। | সারা বছর | 
| ২১ | শপথগ্রহণ | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবর্ষের সূচনা দিবসে সৎ, দেশ প্রেমিক, মুক্তবুদ্ধিসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, নৈতিক-মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথগ্রহণ পরিচালনা করবে। | শিক্ষাবর্ষের সূচনা দিবস | 
| ২২ | লেকচার উদ্যোগ | কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে সেমিস্টার / শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে নৈতিকতাবিষয়ক একাধিক লেকচার বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করবে। | শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে | 
