Home » বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮

‘মেধা ও মননে সুন্দর আগামি’

বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন – ২০১৮

বিষয়ঃ ঢাকা মহানগরের ৩টি অঞ্চলের প্রতিযোগিতা

আয়োজনেঃ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

সহযোগী প্রতিস্টহানঃ এথিক্‌স ক্লাব বাংলাদেশ সোসাইটি

 

ঢাকা মহানগরের ৩টি জোন/এলাকার ৪০টি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ

স্থানঃ ৩ আগস্ট, শুক্রবার ২০১৮

 

প্রধান অতিথিঃ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়

উদ্বোধকঃ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, চেয়ারম্যান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

অতিথিঃ

শাহরিয়ার আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রাণালয়

ড. এ কে আবদুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি

মো. ফজলুল কাদের, উপ মহা-ব্যবস্থাপক, পিকেএসএফ

সভাপতিঃ এম ই চৌধুরী শামীম, প্রতিষ্ঠাতা ও সভাপতি, এথিক্‌স ক্লাব বাংলাদেশ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পল্লী কর্ম সহজিক ফাউন্ডেশন এবং এথিক্স ক্লাব বাংলাদেশ আয়োজিত আসন্ন বাংলাদেশ কিশোর সম্মেলনের জন্য ঢাকা শহরের ৪০টি বিদ্যালয়ের প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে আব্দুল মোমেন। ফজলুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথিক্স ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খান রূপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এথিক্স ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অংশগ্রহণকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। টিএসসি ক্যাফেটেরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান সূচী-

 

নিবন্ধন এবং টি-শার্ট সংগ্রহঃ সকাল ৯:০০ মি: থেকে ১০:০০ মি:

শোকাবহ আগস্ট স্মরণে নিরবতা পালন

উদ্বোধনঃ সকাল ১০:০০ মি: থেকে ১১:০০ মি:

লিখিত পরীক্ষাঃ সকাল ১১:১৫ মি: থেকে ১২:১৫ মি:

রচনা লিখনঃ (বাংলা এবং ইংরেজি = ৪০ মিনিট)

কুইজঃ ২০ মিনিট

 

মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতিঃ ১২:৪০ মি:

উপস্থিত বক্তৃতাঃ ২:৩০ মি: থেকে ৩:৩০ মি:

ড্যান কেক আপ্যায়ণ (সৌজন্যে ড্যান ফুডস লিমিটেড): ৩:৩০ মি: থেকে ৪:০০ মি:

ওয়ার্কশপ (বিষয়ঃ নীতি নৈতিকতা ও মননশীলতা): ৪:০০ মি: থেকে ৪:৩০ মি:

 

সমাপনী অনুষ্ঠানঃ ৪:৪৫ মি: থেকে ৬:৩০ মি:

মহানগর পর্বের বিজয়ীদের নাম ঘোষণা

অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ